মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের ভাড়লা এলাকায় অবস্থিত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ হোসেন জাফরের ইটভাটার সামনে থেকে ছিনতাই করার সময় কুষ্টিয়া শহরের থানাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে মেহেদী হাসান ফিরোজ ও মুজিবরের ছেলে জুবায়ের নামের দুই ভূয়া পুলিশ ও ভুয়া সাংবাদিক কে আটক করেছে বাদ বাজার ক্যাম্প ইনচার্জ এসআই রাশেদ ও এ এস আই গৌতম মন্ডল।
আজ বৃহস্পতিবার সন্ধায় চাঁপড়া ইউনিয়ের ভাড়রা বাজার থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে লাহিনী টু সান্দিয়ারা সড়কস্থ চাঁপড়া ইউনিয়নের অটো চালক, ভ্যান চালক ও সাধারণ জনগনের নিকট পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চড় থাপ্পড় দিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করে পালানোর সময় ভাড়রা বাজারে জনগন রাস্তা বেরিকেট দেয় ঠিক ওই সময় ক্যাম্প ইনচার্জ এসআই রাশেদ ও এস আই গৌতম মন্ডল উক্ত স্থানে অবস্থান করছিল এলাকাবাসীর চিৎকারে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় দুইজন ভুয়া পুলিশ ও ভুয়া সাংবাদিক কে আটক করে।
এসময় আসামীদের কাছ থেকে কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের সুত্রপাত, জনমতামত ও দেশ তথ্য প্রত্রিকার আইডি কার্ড ও ভিজিটিং কার্ড পাওয়া যায়। ভুক্তভোগী জামাল শেখ (৭০) জানান, পুলিশ পরিচয় দিয়ে সজোড়ে এক ধাপ্পড় মেরে আমার কাছে থাকা ৪২৫০ টাকা ছিনিয়ে নেয়, সান পুকুরিয়া গ্রামের ভ্যান চালকের কাছ থেকে ৪৫০ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয় ঘটনার সত্যতা স্বীকার করেন বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রাশেদ।
এসআই রাশেদ জানান, দীর্ঘ দিন ধরে আসামীরা সাংবাদিক ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। আজ বৃহস্পতিবার সন্ধায় লাহিনী টু সান্দিয়ারা সড়কে চাঁদাবাজি করে পালানোর সময় ভাড়রা বাজার থেকে তাদের আটক করা হয়।
উক্ত দুই জনের নামে কুষ্টিয়া মডেল থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কুমারখালী থানার ইনচার্জের মুঠোফোনে কথা হলে তিনি বলেন উক্ত দুই জনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com