মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাই অল্প খরচে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তবে সঠিক পরিকল্পনা, সংযম এবং সচেতনতা থাকলে অল্প খরচেও সুস্থ ও সুশৃঙ্খলভাবে সংসার চালানো সম্ভব। যারা অনেকদিন ধরে ভাবছেন কীভাবে খরচ কমিয়ে সংসার চালানো যায়, তাদের জন্য এই লেখাটি সহায়ক হতে পারে।
অল্প খরচে সংসার চালানোর কিছু কার্যকর উপায়:
১. মানসিকভাবে সংযমী হন
সংসারের খরচ অনেকটাই নির্ভর করে আমাদের মানসিক অবস্থার উপর। যদি আপনি বাজারে গিয়ে ইচ্ছেমতো কেনাকাটা শুরু করেন, তাহলে খরচ অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। তাই নিজের চাহিদাগুলোকে সংযমের মধ্যে রাখা জরুরি।
২. খালি পেটে বাজারে যাবেন না
ক্ষুধার্ত অবস্থায় বাজারে গেলে মানুষ অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে। তাই বাজারে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।
৩. পুরো সপ্তাহের বাজার একবারে করুন
প্রতিদিন বাজারে গেলে খরচ বেশি হয়। তাই সপ্তাহের বাজার একসাথে করুন। একটি তালিকা তৈরি করে তাতে প্রয়োজনীয় সবকিছু লিখে নিয়ে বাজার করুন। এতে করে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কেনাকাটা এড়ানো যায়।
৪. খাবার দিন অনুযায়ী ভাগ করে রাখুন
ফ্রিজে খাবার সংরক্ষণ করুন এবং প্রতিদিনের জন্য নির্দিষ্ট পরিমাণে মাছ, তরকারি, ভাজি ইত্যাদি ভাগ করে রাখুন। এতে অপচয় কম হবে এবং খরচ নিয়ন্ত্রণে থাকবে।
৫. গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সচেতন হোন
রান্নার সব উপকরণ আগে থেকে প্রস্তুত করে নিন, যাতে চুলা জ্বালিয়ে রাখার সময় কম লাগে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয়ভাবে ফ্যান, লাইট বা ফ্রিজ চালিয়ে রাখবেন না।
৬. সাইকেল ব্যবহার করুন
ছোট দূরত্বে যানবাহনের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করুন। এতে স্বাস্থ্য ভালো থাকবে এবং যাতায়াতে খরচও অনেক কমে আসবে।
৭. সৌখিন ও বিলাসী জিনিস এড়িয়ে চলুন
প্রয়োজনের অতিরিক্ত কসমেটিকস, সাজসজ্জার সামগ্রী বা বিলাসী পণ্য কেনা থেকে বিরত থাকুন। যতটুকু দরকার, ততটুকুই কিনুন।
৮. অফারের ফাঁদে পা দেবেন না
বিভিন্ন উপলক্ষে কোম্পানিগুলো নানা আকর্ষণীয় অফার দেয়। তবে যদি আপনার প্রকৃত প্রয়োজন না থাকে, তাহলে সেই অফার যত আকর্ষণীয়ই হোক, তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
এইভাবে আপনি ধীরে ধীরে খরচ নিয়ন্ত্রণে এনে সংসার পরিচালনাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com