বিশেষ প্রতিনিধি l দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
ভোলার জনগণ তাদের অধিকার আদায়ের জন্য এক শক্তিশালী আন্দোলনে নেমেছে। তাদের প্রধান দাবি—ভোলায় গ্যাস সরবরাহ আগে নিশ্চিত করতে হবে, এরপরই বরিশাল-ভোলা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। এই দাবিতে গতকাল দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার প্রতিনিধি বিজয় চৌধুরী ও তার টিম ভোলার জনগণের সঙ্গে কথা বলেছে এবং তাদের চরম অসন্তোষের কথা তুলে ধরেছে।
ভোলার জনগণের মতে, “ভোলার গ্যাস আগে আমাদের এলাকাতেই সরবরাহ করা হোক। আমরা জানি গ্যাস জাতীয় সম্পদ, তবে আমাদের আগে কিছু মৌলিক সমস্যা রয়েছে যেগুলো দ্রুত সমাধান করা জরুরি।” তাদের একক দাবি, “গ্যাস না হয়ে সেতু বা অন্যান্য উন্নয়ন কার্যক্রমের আগে, আমাদের জন্য গ্যাস অত্যন্ত প্রয়োজনীয়।”
তারা আরও বলেন, “আমরা গ্যাস চাই, তবে এর আগে আমাদের জীবনযাত্রা সহজতর করার জন্য সেতুর মতো মৌলিক সুযোগ-সুবিধা দরকার। গর্ভবতী মায়েরা, মুমূর্ষু রোগীরা, তাদের অসহায় আত্মীয়স্বজনদের জন্য সেতু থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এদিকে, জুলাই মাসে ভোলায় শহীদ হওয়া ৬৪ জনের স্মৃতিতে আন্দোলনকারীদের সংকল্প আরও দৃঢ় হয়েছে। তারা বলছেন, "ভোলার মানুষ এখন জানে কিভাবে নিজেদের অধিকার আদায় করতে হয়, এবং তারা এক পা-ও পিছিয়ে যাবে না।"
বরিশালের ছাত্র-জনতাও এই আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়ে বলেছে, “ভোলার দাবিগুলো আমাদেরও দাবী। আমরা একযোগে তাদের পাশে আছি।"
এখন প্রশ্ন উঠছে, দেশের অন্যান্য অঞ্চলের জনগণ কি ভোলার এই আন্দোলন থেকে শিক্ষা নেবে এবং নিজেদের মৌলিক অধিকার আদায়ে সচেতন হবে?
ভোলার জনগণের এই আন্দোলন কেবল তাদের গ্যাস ও সেতুর দাবির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের প্রতিটি মানুষের অধিকার আদায়ের এক নতুন দৃষ্টান্ত তৈরি করছে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com