ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার মদনপুর চর বৈরাগা ইউনিয়নের রাজনীতিতে এক সময়ের বিতর্কিত চেহারা এ কে এম নাসির উদ্দিন নান্নু এখন নিজেকে বিএনপির নেতা হিসেবে দাবি করছেন। তবে সম্প্রতি অনুসন্ধানে উঠে এসেছে তার অতীতের নানান জুলুম-অত্যাচার, চাঁদাবাজি জলদস্যু, অবৈধ পথে নদীর বালু খেকো ও রাহাজানির চাঞ্চল্যকর তথ্য।
স্থানীয়দের অভিযোগ, গত ১৭ বছর ধরে নান্নু এলাকায় বিএনপির সাধারণ নেতাকর্মীদের ওপর চালিয়েছেন নানা রকম নিপীড়ন। তার বিরুদ্ধে রয়েছে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়, প্রতিপক্ষের ওপর হামলা, জমি দখল ও রাজনৈতিক ফায়দা লুটার বহু অভিযোগ।
একসময় যে নান্নু বিএনপির কর্মীদের নির্যাতন করতেন,
পলায়ন সরকারের এমপি মুকুলের নির্দেশে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার বিএনপি'র বর্ষীয়ান নেতা
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাফেজ ইব্রাহিম এমপির তাসরিফ লঞ্চের ওপর শত শত আওয়ামী লীগের সন্ত্রাসী দিগকে নিয়ে হামলা করেছিলেন
তিনিই এখন নিজেকে দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরেও দেখা দিয়েছে ক্ষোভ ও বিভ্রান্তি।
এ বিষয়ে স্থানীয় এক বিএনপি নেতার ভাষ্য, সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি “নান্নুর মতো বিতর্কিত ব্যক্তির রাজনীতিতে ফিরে আসা আমাদের জন্য লজ্জার। যারা এক সময় দলের পক্ষে ছিলেন না, তাদের স্থান এই দলে নেই।”
এমন পরিস্থিতিতে চর বৈরাগার সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিএনপির বর্শিয়ান নেতা হাফেজ ইব্রাহিমের দৃষ্টি কামনা করে প্রশাসনের কাছে নান্নুর বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী,০১৩২৩০০২৩৭৭ সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়, ০১৬১০০৯৩৬২২
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ