মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কিন্তু আমি বিশ্বাস করি—এমন রাজনীতি কখনোই জাতির কল্যাণ আনতে পারে না। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এই দেশকে এগিয়ে নিতে হবে তরুণদের দক্ষতা ও মেধার ভিত্তিতে। ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে তরুণ নেতৃত্বের হাত ধরে—যেখানে উন্নয়ন হবে অন্তর্ভুক্তিমূলক, আর নেতৃত্ব হবে স্বচ্ছ ও দায়বদ্ধ।
অনেকে প্রশ্ন করেন—রাজনীতি কি একটি পেশা হতে পারে? আমার উত্তর—না, রাজনীতি কোনো পেশা নয়। রাজনীতি হলো সেবার, ত্যাগের, মানুষের পাশে দাঁড়ানোর একটি সুযোগ। আমার পেশা ব্যবসা—এটাই আমার উপার্জনের মাধ্যম। কিন্তু রাজনীতি আমার নেশা—মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার এক অন্তরের তাগিদ।
আমার পেশাগত অভিজ্ঞতা থেকে আমি শিখেছি—যদি সত্যিকারের পরিবর্তন আনতে চাই, যদি যুবসমাজ, নারী, কৃষক ও শ্রমজীবী মানুষকে ক্ষমতায়ন করতে চাই, তাহলে বৃহৎ পরিসরে সিদ্ধান্ত গ্রহণ এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত হওয়া জরুরি। সেটিই সম্ভব রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে।
এজন্যই আমি রাজনীতিকে বেছে নিয়েছি—কারণ আমি চাই আমার এলাকা, আমার দেশের প্রতিটি মানুষ উন্নয়নের ছোঁয়া পাক। আমি বিশ্বাস করি, বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী দলই সেই প্ল্যাটফর্ম দিতে পারে, যেখানে দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয়তাবাদের চেতনা আজও বাঁচিয়ে রাখা হয়েছে।
আমার শেকড়, আমার এলাকা, আমার দেশের প্রতি ভালোবাসা থেকেই আমি এই যাত্রায় নেমেছি—বোর্ডরুম থেকে ব্যালট পর্যন্ত, মানুষ এবং মাটির জন্য।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com