সোহেল আহমেদ,,
চরফ্যাশনের ঐতিহ্যবাহী ও বৃহত্তর চেয়ারম্যান বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে স্থানীয় সকল বস্ত্র ব্যবসায়ীদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মো. গিয়াস উদ্দিন (জননী বস্ত্র বিতান) কে সভাপতি এবং মো. সাইফুল ইসলাম (সাইফুল বস্ত্র বিতান) কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৫ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. সফি আলম মাঝি (তুহিন বস্ত্র বিতান), সাংগঠনিক সম্পাদক মো. নুরে আলম মোল্লা (নাঈম বস্ত্র বিতান), ও কোষাধ্যক্ষ মো. আমজাদ হোসেন ফরাজী (ফরাজী বস্ত্র বিতান)।
কমিটির ঘোষণার সময় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি অতিথিবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত সকলের সম্মতিক্রমে হাজারীগঞ্জ ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মো. শফিউল্লাহ পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণা দেন।
নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয় সাধারণ জনগণ তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তাঁরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটি বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী,০১৩২৩০০২৩৭৭ সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়, ০১৬১০০৯৩৬২২
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ