সম্পাদক : দৈনিক দক্ষিণের অপরাধ
সারাদেশের সকল ছাত্র-ছাত্রীদের কাছে আমার প্রশ্ন একজন প্রধান শিক্ষককে এমনভাবে অপমান অপদস্থ করে বিদ্যালয় থেকে বের করে দেয়াটা আপনারা কতটুকু সমর্থন করেন?
কিসের আন্দোলন করেছিলেন আপনারা? বাবা মার পর বা কোন কোন ক্ষেত্রে বাবা মার থেকেও বেশি আপনাকে তৈরি করার পেছনে এমন একজন শিক্ষক রয়েছেন এটা কি অস্বীকার করতে পারেন?
নোয়াখালী বেগমগঞ্জের একটা স্কুলের এই প্রধান শিক্ষক ১২ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। শত শত হাজার হাজার ছাত্র তৈরীর কারিগর তিনি। এমনভাবে অপমান করাটা কি আদৌ ঠিক হয়েছে?
দেশের সকল ছাত্র-ছাত্রীদের কাছে আমার জিজ্ঞাসা এমন একটা বাংলাদেশেই কি আপনারা চেয়েছিলেন যে বাংলাদেশে একজন শিক্ষকের কোন মর্যাদা থাকবে না?
পরম শ্রদ্ধেয় এই শিক্ষককে আমি বলতে চাই, দয়া করে এটা কে আপনি আপনার ব্যক্তিগত অপমান হিসেবে নেবেন না স্যার! এটা আমাদের সমাজের প্রত্যেকটা সচেতন মানুষের অপমান। আমি আপনার পক্ষে আছি।
যত অপমানই করুক আমি আপনাকেই স্যালুট দিচ্ছি। আপনিই আমাদের মানুষ গড়ার কারিগর।
ক্ষমা চাওয়ার কোন ভাষা নাই।
ফুলের মালা দিয়ে শ্রদ্ধেয় এই শিক্ষককে আবারো বিদ্যালয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com