🛑
অপলকভাবে তাকিয়ে থাকে জগতের সবচেয়ে জটিল সমীকরণ মেলানোর চেষ্টায় - ধোয়া সায় মিলিয়ে যায় -- ক্ষনের সমীক্ষনে__ আত্মগোপনে যাবার বেলায়___ যায় না বলে
শুধু যায় চলে আপন মনে আপন করে.....@@
মলিন হৃদয় খানি জুড়ে আজ বেধেছে বাসা
সহজের সহস্রাধিক বিক্ষোভের ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
আজ হিসেবটা মিলিয়ে যাচ্ছে একের পর এক করে ===
ছেড়ে ধরে বাঁচতে গেলে পরে কান্নায় ভাসে জলে বিদ্রুপের হাসি__ অকারণে হেসেছে তাই বিদ্রুপ বিধাতা নিজেই বিড়ম্বিত🏮 করেছে সময়ের সাথে___ ফোঁড়ের মতো করে ===
আজ অট্টহাসি হেসে আর বিদ্রুপ করতে পারবেনা - বিধাতার বিধান অনুসারে_____ মানুষের বিবেকের দংশনে ধীরে ধীরে গ্রাস করে তবুও বোধের উদয় হয় না মোদের ___
পূর্ণ গর্ভ আজ শূন্যের পথে
বিনাশ পাপের প্রায়শ্চিত্ত করতে চাইলেও নিরুপায়
কর্ম ফল পৃথিবীর বুকে দেখবে সবই
জীবন্ত মানুষের মনুষ্যত্ব মূল্যায়নে___ যে প্রবঞ্চনা গঞ্জনার মুখোমুখি করেছিলো সময়ের চাকা আজ ঘুরে গর্ভের অভিশাপ হয়ে দানা বেধেছে মোধের গর্ভে...
পূর্ন তার পুরান খাতা উল্টাইয়া দেখো -পূর্নতা আজ শূন্যতায় ক্লান্ত -লোমর্ষ লোভী মানুষ বড্ড মোটকো - তামশায় পরিপূর্ণ।
শূন্যতায় জীবন আজ আমাদের ক্লান্তি ভরা পরিপূর্ণ___!!!
রাশেদ মাজমাদার।
ঝিনাইদহ।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com