মোঃ বিজয় চৌধুরী
দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। তথাপিও, গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকালে কুমিল্লা শহরের কান্দির পাড়, আদালত পাড়া ও তাল পুকুর পাড় এলাকায় কিছু কুখ্যাত কিশোর গ্যাং সদস্য অস্ত্রসহ অবস্থান ও শক্তি প্রদর্শন করে বলে জানা যায়। এরই পরিপ্রেক্ষিতে, অদ্য ২৭ এপ্রিল ২০২৫ তারিখ ০৩৫০ ঘটিকায় সেনাবাহিনীর নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার রেসকোর্স এলাকায় যৌথবাহিনী কর্তৃক অভিযান পরিচালিত হয়। অভিযানে ৯ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ১টি ৯ মি.মি. পিস্তল, ১টি রিভলভার, ৪ রাউন্ড পিস্তলের অ্যামুনিশন, ৮ রাউন্ড রিভলভার অ্যামুনিশন, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, ২ বোতল মদ, মোবাইলফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, অন্যান্য সরঞ্জামাদি এবং গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের যথাযথ প্রক্রিয়ায় কুমিল্লা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাধারণ জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com