আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে একটি বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। এর জেরে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বটতলা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। প্রায় এক ঘণ্টার এই সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ ফরহাদ ফকির (৩২), রাহাত ফকির (২৮), মিজানুর রহমান মোল্লা (৪৮), সাইফুল ইসলাম (৩৮), বায়েজিদ (৩০), আলী হাসান (৩২), মোহাম্মদ ইছা (২৪), লিমন মৃধা (২৪), শামসুল হক চৌকিদার (৪৬), আলামিন ফকির (৩৪) ও বিল্লাল (৩১)। তাদের পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই ইউনিক বাস কাউন্টার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে এই বিরোধ চরম আকার ধারণ করে। একপক্ষে ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক কাউন্সিলর শামসুল হক চৌকিদার, অন্যদিকে পৌর বিএনপি ও যুবদলের আহ্বায়ক কবির উদ্দিন ফকিরের সমর্থকরা।
সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের ব্যবহার দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণ চেষ্টা চালায়।
আমতলী থানার ওসি জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী,০১৩২৩০০২৩৭৭ সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়, ০১৬১০০৯৩৬২২
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ