নিজস্ব প্রতিনিধি:
ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৮তম আসর শেষ হচ্ছে আজ রবিবার রাতে। আয়োজক সংস্থা বুক সেলার্স ও পাবলিশার্স গিল্ড জানিয়েছে, এবারের বইমেলায় ২৫ কোটি ২০ লাখ রুপির বই বিক্রি হয়েছে।
গত ২৮ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করেন। এবারের বইমেলার থিম কান্ট্রি ছিল জার্মানি। শেষ দিনের আয়োজনে সেরা বিদেশি প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে জার্মান প্যাভিলিয়ন, আর দেশীয় প্রকাশকদের মধ্যে সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি পেয়েছে আজকাল পাবলিশার্স।
এবারের মেলায় বাংলাদেশ অংশ নেয়নি, যা বাংলাভাষী বইপ্রেমীদের জন্য হতাশার কারণ হয়েছে। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনাসহ ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশকেরা অংশ নিয়েছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২৭ লাখের বেশি দর্শনার্থী এসেছে, যা গতবারের সমান। তবে বই বিক্রির পরিমাণ বেড়েছে; গত বছর ২৩ কোটি রুপি বই বিক্রি হলেও এবার তা ছাড়িয়েছে ২৫ কোটি রুপি।
কলকাতা বইমেলা শুরু হয় ১৯৭৬ সালে। বর্তমানে এটি সল্টলেকের সেন্ট্রাল পার্কে নিজস্ব স্থায়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, আগামী বছর আরও বৃহৎ পরিসরে বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com