পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩:৩০ মিনিট ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে এসব অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
আতিকুর রহমান আতিক – চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ইঞ্জিনিয়ার আব্দুল আলীম – পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের নেতা
সরদার আজিজুল হক – চাটমোহরের মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
র্যাবের একটি দল ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আতিকুর রহমান আতিককে গ্রেফতার করে। তাকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর গুলি চালানো ও হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, ইঞ্জিনিয়ার আব্দুল আলীমকে ঢাকার কলাবাগান এলাকা থেকে আটক করে র্যাব। তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।
এছাড়া, চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার আজিজুল হককে তার নিজ বাসা থেকে আটক করে পাবনা ডিবি পুলিশ। পরে একটি বিস্ফোরক মামলায় তাকে চাটমোহর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com