মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ায় মুখোমুখি সংঘর্ষে তিনটি ট্রাক ও বাস দুমড়েমুচড়ে গেছে।
তবে এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বৃহস্পতিবার (১৩) ফেব্রুয়ারি ভোরে সদর উপজেলার আনসার ক্যাম্প এলাকায় গড়াই ফ্লাওয়ার মিলের সামনে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভোর ৪টার দিকে যশোর থেকে আসা একটি সারবোঝাই ট্রাক কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিপরীত দিক থেকে আসা একটি খড়ি বুঝাই ট্রাক এসে ঠেকানো পিকনিকের বাসে ধাক্কা দেয় এতে ৬ জন আহত হয়েছেন। তবে ট্রাক ৩ টি ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
তিনি আরও জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com