বাহাদুর চৌধুরী,,
হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আতিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, নিহতরা হলেন আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩২) এবং তার দুই মেয়ে আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তার (৫)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, আব্দুর রউফ বিদেশ যাওয়ার জন্য স্থানীয় এক দালালের মাধ্যমে অর্থ প্রদান করেন। কিন্তু কিছু জটিলতা তৈরি হওয়ায় এই বিষয়টি নিয়ে তার স্ত্রী হাফসার সঙ্গে মতবিরোধ দেখা দেয়। দুই দিন আগে হাফসা এক সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান, তবে দুই কন্যাকে রেখে যান।
পরিবারের সদস্যরা জানান, এই ঘটনার পর থেকে মানসিক চাপে ছিলেন আব্দুর রউফ। শুক্রবার ভোরে তিনি দুই সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষ গ্রহণ করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন এবং কিছুক্ষণ পর আব্দুর রউফও মারা যান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলম জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আব্দুর রউফ সাধারণত শান্ত স্বভাবের ছিলেন, তবে সাম্প্রতিক পারিবারিক সংকট তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com