চরফ্যাশন প্রতিনিধি:
দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে চরম নির্যাতনের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ সিদ্দিকের বেতের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মিনা ফারাজি (১৩)।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শুধুমাত্র তুচ্ছ একটি বিষয়ে ক্ষুব্ধ হয়ে শিক্ষক মোহাম্মদ সিদ্দিক নিষ্ঠুরভাবে মিনাকে মারধর করেন। নির্যাতনের শিকার হওয়ার পর ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক হোসেন বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমি আজকে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। যখন ঘটনাটি জানতে পারি, তখন শুনেছি খাবার পানি সংক্রান্ত একটি ছোটখাটো বিষয় নিয়ে শিক্ষক ছাত্রীটিকে পিটিয়েছেন।" তবে এমন নির্মম আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন অভিভাবকরা।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, শিক্ষকের এমন আচরণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা দ্রুত দোষী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ সিদ্দিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি। সাধারণ মানুষ মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নৃশংস আচরণ চলতে থাকলে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com