মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষাণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সারা দেশব্যাপী জনসভা উপলক্ষে ১৯ শে ফেব্রুয়ারী কুষ্টিয়া জেলার জনসভা সফল করার লক্ষ্যে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার সময় হাবলু মোল্লা (চত্ত্বর), বড় গাংদিয়া, দৌলতপুর, কুষ্টিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ আলতাফ হোসেন - দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি। জনাব মোঃ শহীদ সরকার মন্ডল - দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব। জনাব মোঃ নুরুজ্জামান হাবলু মোল্লা- দৌলতপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা। মোঃ আবিদ হাসান মন্টি সরকার - যুগ্ন আহবায়ক। জনাব মোঃ আলাউদ্দিন বাদল - থানা বিএনপির সদস্য। জনাব মোঃ সামিউল্লাহ খান সেন্টু - থানা বিএনপির অন্যতম সদস্য। জনাব মোঃ মনিরুল ইসলাম মুনতাজ - সাবেক থানা ছাত্রদলের সভাপতি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
হাবলু মোল্লা বলেন তারেক জিয়ার আদর্শ নিয়ে আমি রাজনীতি করছি। তার নির্দেশনা অনুযায়ী আমি দলীয় কার্যক্রম পরিচালনা করছি। দীর্ঘ ১৭ বছর যাবৎ আওয়ামী লীগ সরকার যেভাবে নির্যাতন করেছে তার প্রতিফলন ঘটিয়েছে গত ৫ আগস্ট ছাত্র-জনতা এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়ন করা হয়েছে। দেশের জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীকে অত্যাচার-নির্যাতনের অক্টোপাসে আঁকড়ে রাখা হয়েছিল। সারাদেশকে শ্বাসরুদ্ধকর কারাগারে পরিণত করা হয়েছিল।
কিন্তু এ দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সব বাধা অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘ্ন করেছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়। কোনোভাবে যাতে আর ফ্যাসিবাদের উত্থান না হয়, দেশ যেন গুম, গুপ্তহত্যা আর ক্রসফায়ারের নিষ্ঠুর জাঁতাকলের মধ্যে পতিত না হয়, রাষ্ট্র-সমাজের সর্বত্র যেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায়। একদলীয় লুটেরা, কর্তৃত্ববাদ আর যাতে মাথাচাড়া দিতে না পারে সে জন্য গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে উদ্দেশ্য করে বলেন আপনাকে পা চাটবে, পা টিপবে, আপনাকে তেল মারবে তাদেরকেই আপনি সাথে রাখবেন ও নেতা বানাবেন। আর যারা যোগ্য ত্যাগী-পরিক্ষিত নেতাকর্মী তাদের বাদ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে অযোগ্য, দুর্বল ও আওয়ামী সরকারের সাথে আতাতকারীদেরকে নিয়ে বিএনপির কমিটি গঠন করবেন তা দৌলতপুরের জনগণ কখনো মেনে নেবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এখনো সময় আছে দৌলতপুরের যোগ্য নেতাকর্মীদের নিয়ে পুনরায় কমিটি গঠন করা হোক।
দীর্ঘ ১৭ বছর যাবৎ যাদের নামে হামল মামলা হয়েছে জেল খাটতে হয়েছে এমনকি জীবন পর্যন্ত দিতে হয়েছে । যারা ঘরে ঘুমাইতে পারি নাই তাদেরকে বাদ দিয়ে বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন, এমন নেতা কর্মীদের কে পদ পদবী দেয়া হয়েছে। দৌলতপুরের মাটিতে পারিবারিক রাজনীতি করতে কখনো দিবোনা। দুর্নীতিবাজ নেতাকর্মীদের বিদায় দিয়ে দল মত নির্বিশেষে সুন্দর স্বচ্ছ রাজনীতিবিদের মাধ্যমে এলাকায় নির্বাচন হবে। আপনারা আমার সাথে থাকেন পাশে থাকেন তাহলে বাসা বাড়িতে আরামে ঘুমোতে পারবেন। দৌলতপুরে কোন ব্যক্তি এক টাকা চাঁদা চাইলেও তা দেয়া হবে না। যদি কোন ব্যক্তি চাঁদা দাবি করে তাহলে আমাকেও জানাবেন। দৌলতপুরের মাটিতে কোন চাঁদা বাজের ঠাঁই নেই। ইহা দৌলতপুরের জনগণ কখনোই সহ্য করবেন না।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com