রাজিব হাসান রাজু,,
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভুষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক পলাতক আসামিকে পরকীয়ার সময় হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। আটক ব্যক্তির নাম জয়নাল আবেদীন ওরফে জনু মাঝি। তিনি বাজারের সাবেক সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জনু মাঝি দীর্ঘদিন ধরে মালদ্বীপ প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়া ও অনৈতিক সম্পর্ক চালিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি নিজের তিন স্ত্রী রেখে গোপনে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন সময়ে তার বাড়িতে যাতায়াত করতেন।
স্থানীয়দের সন্দেহ হলে তারা নজরদারি শুরু করেন। একপর্যায়ে, গতকাল (১৮ ফেব্রুয়ারি) রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলে এবং বিচার দাবি করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীর দাবি, জনু মাঝি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও পারিবারিক ও রাজনৈতিক প্রভাবের কারণে পার পেয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com