ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে গাছে গাছে মুকুলে ছেয়ে গেছে সজেনার মুকুল। মকুলের মৌ মৌ গন্ধে বাম্পার ফলনের আশা করছে গাছ মালিকরা। এ উপজেলায় গাছে গাছে এখন প্রচুর সজেনার মুকুল দেখা দিয়েছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে এর সাদা রঙ্গের ফুল সুগন্ধ। গ্রামগঞ্জে সর্বত্র সজেনার গাছে তার মুকুল নিয়ে সাদা রঙ ধারণ করে সেজেছে এক অপরূপ সাজে। গাছে গাছে মুকুল দেখে বাম্পার ফলনের আশা করছে সজেনার গাছিরা।
প্রাণবন্ত প্রকৃতিতে শীতের প্রকোপ এবার কিছুটা কম থাকায় বেশ আগেভাগেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে উপজেলার গ্রাম-গঞ্জের সজেনার গাছগুলোতে। থোকা থোকা মুকুলের ভারে ঝুলে পড়েছে সজেনার গাছের ডালপালা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে এ যেন সাদা রঙ্গের ফুলে গাছের মালিকেরা সোনায় সহাগা। এ বছর আবহাওয়া অনুকূল থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সজেনার উৎপাদিত হবে বলে গাছ মালিকেরা বলছে।
অন্যদিকে সজেনার বাম্পার ফলনের আশা করছেন গাছ মালিকরা । চারিদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের পাগল করা ঘ্রাণ, ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা বাতাস। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌমাছির মৌ মৌ শব্দে। যে মৌমাছির মৌ মৌ শব্দে মানুষের মন ও প্রাণকে বিমোহিত মুকুলের আশেপাশে মৌমাছির আনাগোনা।
অনেক সজেনার গাছ মালিক বলছেন এ বছর সজেনার ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। সজেনার গাছ মালিকরা বলেন, বর্তমানে আবহাওয়া ভাল থাকায়, সজেনার গাছে গাছে মুকুল ফুটতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ থেকে বেশির ভাগ গাছে মুকুল ফুটতে শুরু করেছে। পোকা-মাকড় ও অন্যান্য রোগবালাই থেকে মুকুল রক্ষা করতে প্রাথমিক পর্যায়ে পরিচর্যা শুরু করা হয়েছে। বড় ধরনের কোনো দুর্যোগ না হলে সজেনার বাম্পার ফলন হবে বলে তারা ধারণা করছেন।
তবে আবহাওয়া অনুকূল থাকলে সজেনার উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে তারা জানান। সাধারণ মানুষ বলছেন, গাছের অধিকাংশ গাছেই এর ইতি মধ্যে মুকুলে ছেয়ে গেছে। এবার কুয়াশা কম থাকায় মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে। প্রাকৃতিক কারণেই এবার আগে ভাগেই সজেনার গাছে মুকুল এসেছে। গ্রাম-গঞ্জের মানুষ বলেন, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় সজেনার উৎপাদনের লক্ষমাত্রা ধরা । প্রকৃতিক অনুকুলে থাকলে এ বছর সজেনার বাজারে ইতিবাাচক প্রভাব পড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com