ভোলা জেলা প্রতিনিধি ঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা আবাসন প্রকল্পে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সৎ পিতার সঙ্গে উধাও হয়েছেন এক যুবতী, ফেলে গেছেন স্বামী ও শিশুপুত্রকে।
উপজেলার পদ্মা মনসা আবাসন প্রকল্পের ৩ নম্বর ব্যারাকের ১৩ নম্বর ঘরের বাসিন্দা সালাউদ্দিন (৫০) ও রিপা বেগম (২৫) একসঙ্গে নিখোঁজ হয়েছেন। সালাউদ্দিনের স্ত্রী কুলসুম বেগম জানান, তিনি দীর্ঘদিন ধরে এই প্রকল্পে বসবাস করছেন। তার প্রথম স্বামী মারা যাওয়ার পর তিন সন্তান (দুই ছেলে ও এক মেয়ে) নিয়ে সালাউদ্দিনকে বিয়ে করেন। তখন সন্তানরা ছোট ছিল। মেয়েটি তার বড় সন্তান।
পরবর্তীতে মেয়েকে ঢাকায় সোহেল নামের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়, নাম তাজিম (৩)। কিছুদিন আগে স্বামী-স্ত্রী শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। কিন্তু হঠাৎ করেই রিপা বেগম তার স্বামী ও সন্তানকে ফেলে সৎ পিতা সালাউদ্দিনের সঙ্গে চলে যান।
এ ঘটনায় আবাসন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে নানান আলোচনা করছেন। তবে তাদের সন্ধানে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com