ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্রেতার দেয়া কীটনাশক আলু ক্ষেতে প্রয়োগ করে আশরাফুল আলম নামের এক কৃষকের ৯ বিঘা জমির আলুর পচে নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ঐ কৃষক প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার আশংকা করছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ডাংগা পাড়া গ্রামে।
অভিযোগে ও সরেজমিনে গিয়ে জানা যায়, আশরাফুল আলম উপজেলার রানিগঞ্জ বাজারের মেসার্স চৌধুরী ট্রেডার্স স্বত্বাধিকারী আব্দুর রহিমের নিকট কীটনাশক ক্রয় করে ৯ বিঘা আলুর জমিতে স্প্রে করেন। স্প্রে করার পর থেকে তার আলু ক্ষেতের সমস্ত আলু গাছ পচে মরতে শুরু করে।
ভুক্তভোগী কৃষক বলেন, দোকাদারের দেয়া ভুল ও নিম্নমানের কীটনাশক জমিতে ছিটানোর ফলে তার আলুর গাছ পুড়ে যাচ্ছে। বিষয়টি কীটনাশক বিক্রেতাকে জানালে সে কীটনাশকের টাকা ফেরত দেন।
এ বিষয়ে কীটনাশক বিক্রেতা আব্দুর রহিমের সাথে কথা হলে তিনি বলেন, কৃষি অফিসের লোকজন এসে জমি থেকে কীটনাশকের স্যাম্পল নিয়ে যায় টেস্ট করার জন্য।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com