ভোলা জেলা প্রতিনিধি,
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ব্যাচ ২০২৫ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নেছার উদ্দিন বাহার মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকারিয়া আজম, মোঃ সালাউদ্দিন মেম্বর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রিয়াজ উদ্দিন শাহিন। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকমন্ডলী, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং শিক্ষানুরাগী জনাব মোঃ জামাল উদ্দিন হাওলাদারসহ সূধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং তাদের সঠিক পথে চলার উপদেশ দেন। প্রধান অতিথি জনাব মোঃ নেছার উদ্দিন বাহার মিয়া বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমাদের সুশিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মোঃ নজরুল ইসলাম। মোনাজাতে মহান আল্লাহর দরবারে শিক্ষার্থীদের সফলতা ও নেক হায়াতের প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও আবেগময় পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জাগ্রত করে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com