বাহাদুর চৌধুরী
ফেনী জেলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সাহসিক গণমাধ্যম কর্মী ও জেলা প্রতিনিধি ওমর ফারুক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। জানা গেছে, তিনি কয়েকটি প্রভাবশালী মহলের অনিয়মের বিরুদ্ধে লেখালেখি করায় পরিকল্পিতভাবে এ হামলার শিকার হন।
ঘটনার পর থেকে ফেনী জেলার সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এক বিবৃতিতে উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানানো হয়েছে যে, ওমর ফারুকের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও বলা হয়, “সত্য ও ন্যায়ের পথে থেকে সাংবাদিকতা করা কোনো অপরাধ নয়। ওমর ফারুকের ওপর হামলা কেবল তাঁর ওপর নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।”
এদিকে, ফেনী জেলার অন্যান্য সাংবাদিক ও পেশাজীবীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিতে শীঘ্রই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।
ফেনী জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।”
ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার না হলে ফেনী জেলাসহ সারা দেশের সাংবাদিকরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com