মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে পৃথিবীর সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ! রমজান শুধু একটি মাস নয় এটি একটি আত্মশুদ্ধির এক মহাসুযোগ....! ইবাদত-বন্দেগির স্বর্ণসময় এবং আল্লাহর রহমত মাগফিরাত ও নাজাতের অপার দান....!
এই পবিত্র মাস আমাদের সংযম ধৈর্য দানশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় সিয়াম পালনের মাধ্যমে.... আমরা শুধু শারীরিক উপকারই পাই না বরং আত্মিকভাবে পরিশুদ্ধ হই ধৈর্যের শক্তি অর্জন করি... এবং আমাদের অন্তরকে আরও নরম ও সংবেদনশীল করে তুলি...!
অতএব"
আমাদের উচিৎ পরস্পর পরস্পরের প্রতি ও আত্মীয়তার সঙ্গে সম্পর্ক দৃঢ় ভাবে গড়ে তোলা...!
রমজানের তিনটি দশক:⬇
১-প্রথম ১০ দিন: আল্লাহর রহমতের সময়
২- দ্বিতীয় ১০ দিন:⬇ মাগফিরাত বা গুনাহ মাফের সময়
৩-শেষ ১০ দিন:⬇ জাহান্নাম থেকে মুক্তির সময়"
এই মাসে "কোরআন" নাজিল হয়েছে তাই এটি তেলাওয়াত ইবাদত ও তাওবার সর্বোত্তম সময়" "আসুন" আমরা নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই" বেশি বেশি ইবাদত করি" দান-সদকা করি এবং অন্তরের শুদ্ধতার মাধ্যমে সত্যিকারের ঈমানদার হয়ে উঠি"!
রমজানের বরকতপূর্ণ এই মাসে গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই অভুক্তদের মুখে হাসি ফোটাই" রাগ হিংসা ও বিদ্বেষ ভুলে একে অপরকে ক্ষমা করি" কারণ সত্যিকারের রোজাদার শুধু খাবার-পানীয় থেকে বিরত থাকে না বরং মনের সব অশুদ্ধতা দূর করে পরিপূর্ণ একজন ভালো মানুষ হয়ে ওঠে"!
আসুন আমরা এই রমজানকে শুধুমাত্র উপোস থাকার সময় হিসেবে না দেখে" বরং আত্মার প্রশান্তির মাস হিসেবে গ্রহণ করি" আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন—আমিন!🤲🤲🤲
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com