নিজস্ব প্রতিবেদক মোঃ সাহাবুল আলম
শশুরের কু- প্রস্তাবের কারণে ড্রামফিক্স খেয়ে আত্মহত্যার চেষ্টা পাতা আক্তার নামে এক গৃহবধূ। বর্তমানে তার চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
শশুরের কু-প্রস্তাব এবং পারিবারিক কলহের জেরে ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ পাতা আক্তার আত্মহত্যা করার চেষ্টা করে
ঘটনা সূত্রে জানা যায় পাতা আক্তার নাটোর পালে হালসা গ্রামের সোহেল রানার মেয়ে
এবং পাতা আক্তারের বিয়ে হয় নাটোর খোলাবাড়িয়া আমিরগঞ্জ সামাদ এর ছেলে রাকিবের সাথে
জানা যায় বিয়ের পর থেকেই পাতা আক্তার কে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো। এক সময় পাতা আক্তার কে তার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে যৌতুকের টাকার জন্য তাকে প্রাণনাশের হুমকি-ধমকি দিতে থাকে
এরূপ অবস্থা চলাকালীন সময়ে পাতা আক্তার এর শশুর সামাদ মিয়া পাতা আক্তারকে কুপ্রস্তাব দিতো এবং টাকা-পয়সা জমি জায়গার লোভ লালসা দেখাতো
তার কু-প্রস্তাবে পাতা আক্তার রাজি না হওয়ায় তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে এসব ঘটনা পাতা তার স্বামীকে জানালে প্রথম অবস্থায় তার স্বামী রাকিব কোন কিছুই বিশ্বাস করে না, এবং এ ঘটনা ঘটার জন্য পাতাকেই দোষী সাব্যস্ত করে
পরে পাতা আক্তার স্থানীয় লোকজনকে এসব কথা বলে দেয় এসব নিয়ে এলাকার একটা ছোট সালিশের মাধ্যম দিয়ে সমাধান করা হয়
ভবিষ্যতের সামাদ মিয়া তার পুত্রবধূর সাথে এরকম কিছু করব না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়
কিন্তু কিছুদিন পর থেকে তিনি আবারো পূর্বের ন্যায় পাতা আক্তার কে কু- প্রস্তাব দিতে শুরু করেন সেই সাথে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে এসব কিছু সহ্য করতে না পেরে পাতা আক্তার ড্রামফিক্স খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন
এ ঘটনার জেরে পাতা আক্তারের পিতা সোহেল রানা জানান নাটোর আদালতে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে
সাংবাদিক প্রতিবেদন লেখাকালে বিবাদীদের সাথে ফোনে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠো ফোনে তাদেরকে পাওয়া যায়নি
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com