ভোলা জেলা প্রতিনিধি,,
বরিশাল বিভাগের ভোলা জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সুমন বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে। ১৪ জানুয়ারি ২০২৪ সালে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই এই গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরটিকে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, সুমন বিশ্বাস এবং তার সহকারী বিভিন্ন কৌশলে ঔষধ ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায় করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো লাইসেন্স নবায়ন, নতুন লাইসেন্স ইস্যু, অথবা ঔষধ প্রশাসনের অনুমোদন নিতে গেলে ব্যবসায়ীদের ন্যূনতম ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে। কেউ ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অজুহাতে অভিযান চালিয়ে হয়রানি করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সুমন বিশ্বাস তার ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কিছু ফার্মেসি বা ঔষধ ব্যবসায়ীদের টার্গেট করছেন। তিনি কখনো লাইসেন্স নবায়নের অজুহাতে, কখনো বিক্রয়কৃত ঔষধের অনুমোদন নিয়ে প্রশ্ন তুলে ফার্মেসিগুলোর বিরুদ্ধে মামলা বা জরিমানা আরোপ করেন। এরপরই মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। অনেকেই অভিযোগ করেছেন যে, তার দপ্তরের নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে চাঁদা দাবি করেন।
একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভোলায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধের ব্যবসা নতুন করে বাড়ছে, আর এই চক্রের সাথে সুমন বিশ্বাসের সরাসরি যোগাযোগ রয়েছে। অভিযুক্ত ঔষধ ব্যবসায়ীরা মোটা অঙ্কের টাকা দিয়ে প্রশাসনের নজর এড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যেখানে প্রকৃত ঔষধ ব্যবসায়ীরা সামান্য অনিয়মেও বড় ধরনের শাস্তির মুখোমুখি হচ্ছেন।
সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে সরবরাহকৃত ঔষধের মান নিয়েও অভিযোগ উঠেছে। বেশ কিছু ঔষধ নিম্নমানের, যেখানে উচ্চমানের ঔষধ সরবরাহের কথা ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্দিষ্ট কিছু কোম্পানির সাথে অবৈধ চুক্তি করে নিম্নমানের ঔষধ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, যাতে সুমন বিশ্বাস ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা পাচ্ছেন।
ভোলার সাধারণ জনগণ, ঔষধ ব্যবসায়ী ও স্বাস্থ্যসেবার সাথে জড়িত ব্যক্তিরা সুমন বিশ্বাসের দুর্নীতির তদন্ত ও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে ঔষধ প্রশাসনের কেন্দ্রীয় দপ্তর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বিস্তারিত আরও আসছে…
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com