বাহাদুর চৌধুরী।
দীর্ঘদিনের চলাফেরা ও অভিজ্ঞতা থেকে বলছি। ভোলা জেলা নাগরিক টিভির প্রতিনিধি ও আমার দেশ পত্রিকার চরফ্যাশন উপজেলার প্রতিনিধি লোকমান হোসেন তিনি তথ্য সংগ্রহ করতে গেলে কোথাও কারো কাছ থেকে এক কাপ চা খেয়েছেন অথবা পান খেয়েছেন অথবা কোন প্রকার ফায়দা নিয়েছেন এটা আমার জানানেই । দুখের বিষয় তার নামে যদি অপপ্রচার কেউ চালায় তাহলে
ধরে নিতে হবে সে নিজে ভালো না তাই অন্যকে খারাপ বলে থাকেন এবং ফেক আইডি দ্বারা অপপ্রচার করছেন।
গণমাধ্যম কর্মীরা একজন আরেকজন গণমাধ্যম কর্মীর পিছনে নিজের স্বার্থের জন্য লাগাটা খুবই দুঃখজনক। আপনি কি করেন তাও সকল গণমাধ্যম কর্মী জানে আমি কি করি তাও আপনি জানেন,
যে ব্যক্তি কারো কাছ থেকে দশটা টাকা কখনো নেননি একটি চা ও খান নি । তার বিরুদ্ধে এই অপপ্রচার আমরা মেনে নিতে পারছি না । দয়া করে আবারও বলছি গণমাধ্যম কর্মীগণ সবাই ভাই ভাই আমরা নিজেরা নিজেরা যদি কাঁদা সরাসরি করি তাহলে অনিয়মকারীরা ইন্টারনেট খুলে হাতে তালি দিবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com