হাফিজুর রহমান( যশোর) প্রতিনিধি
বৃহস্পতিবার (৬মার্চ) সন্ধ্যা ০৭:০০ টায় ঝিকরগাছা থানাধীন বাঁকড়া ইউনিয়নের পাকা রাস্তার উপর মোটরসাইকেলের যোগে বাঁকড়া হইতে বাগআচড়া আসার পথে একটা অজ্ঞাত ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে মাথায় জখন প্রাপ্ত হয় মোঃ আব্দুর রহমান (৪৫), পিতা: অজ্ঞাত, সাং ওলাকোল, বাঁকড়া থানা: ঝিকরগাছা, জেলা যশোর, গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। বর্তমানে লাশটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রক্ষিত আছে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com