1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
সংবাদ শিরোনাম:

কিয়ামতের দিন আরশের ছায়াতলে ছায়া পাবেন যারা,,

  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৪ বার ভিউ

এম, ইব্রাহিম খলিল,,

عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم ، سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله ،
হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাঃ বলেছেন, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন সাত ব্যাক্তিকে তার ছায়ায় স্থান দিবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
১/ امام عادل :
ন্যায়পরায়ণ শাসক,
২/ وشاب نشا في عبادة الله
ঐ যুবক – যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে,,
৩/ ورجل قلبه معلق بالمسجد
ঐ ব্যক্তি যে মসজিদ থেকে বের হওয়ার পর পুনরায় মসজিদে ফিরে না আসা পযন্ত তার অন্তর মসজিদের সাথে লেগে থাকে,,
৪/ ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقاعليه
আর ঐ দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর ( সন্তুষ্টির) জন্য, উভয়ে একত্রে মিলিত হয় তারই জন্য এবং পৃথক হয় তারই জন্য,।
৫/ ورجل ذكر الله خاليا ففاضت عيناه
আর ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, আর তার দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়,
৬/= ورجل دعته امراة ذات حسب وجمال فقال اني اخاف الله –
ঐ ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী মহিলা ( কুপ্রবৃত্তি চরিতার্থ) আহবান করে , এবং সে বলে আমি আল্লাহ কে ভয় করি,
৭/ ورجل تصدق بصدقة فاخفاها حتي لا تعلم شماله ما تنفق يمينه،،
ঐ ব্যক্তি যে দান- সদকা করে এবং তা গোপন রাখে, এমনি ভাবে তার ডান হাতে কি দান করে তা বাম হাত জানে না,,

বুখারী,৬৬০, মুসলিম৯১,১০৩১, তিরমিজি ৫৩৮০,,

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com