এম, ইব্রাহিম খলিল,,
عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم ، سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله ،
হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাঃ বলেছেন, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন সাত ব্যাক্তিকে তার ছায়ায় স্থান দিবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
১/ امام عادل :
ন্যায়পরায়ণ শাসক,
২/ وشاب نشا في عبادة الله
ঐ যুবক – যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে,,
৩/ ورجل قلبه معلق بالمسجد
ঐ ব্যক্তি যে মসজিদ থেকে বের হওয়ার পর পুনরায় মসজিদে ফিরে না আসা পযন্ত তার অন্তর মসজিদের সাথে লেগে থাকে,,
৪/ ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقاعليه
আর ঐ দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর ( সন্তুষ্টির) জন্য, উভয়ে একত্রে মিলিত হয় তারই জন্য এবং পৃথক হয় তারই জন্য,।
৫/ ورجل ذكر الله خاليا ففاضت عيناه
আর ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, আর তার দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়,
৬/= ورجل دعته امراة ذات حسب وجمال فقال اني اخاف الله –
ঐ ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী মহিলা ( কুপ্রবৃত্তি চরিতার্থ) আহবান করে , এবং সে বলে আমি আল্লাহ কে ভয় করি,
৭/ ورجل تصدق بصدقة فاخفاها حتي لا تعلم شماله ما تنفق يمينه،،
ঐ ব্যক্তি যে দান- সদকা করে এবং তা গোপন রাখে, এমনি ভাবে তার ডান হাতে কি দান করে তা বাম হাত জানে না,,
বুখারী,৬৬০, মুসলিম৯১,১০৩১, তিরমিজি ৫৩৮০,,
Leave a Reply