1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবার। এশিউর গ্রুপঃ স্বপ্নের পথে শুধুই এগিয়ে চলা…….(২য় পর্ব) ইমামতি হলো পৃথিবীর সব থেকে কঠিনতম চাকরি… ঘোড়াঘাটে ডাকাত দল পুলিশের গাড়ি থামিয়ে বিপাকে, দুই ডাকাত গ্রেপ্তার আপনাদের শেখ সাদী ও কিছু কথা…..(১ম পর্ব) প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে শাহিন আলমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টায় আদালত থেকে জামিন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। কলাপাড়ায় একটি খাল খননের অভাবে শতশত কৃষকের ভোগান্তি চরমে।। কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়কের সাথে বিজেপি নেতৃবৃন্দের সাক্ষাৎ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিলেন প্রধান উপদেষ্টা।
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবার। এশিউর গ্রুপঃ স্বপ্নের পথে শুধুই এগিয়ে চলা…….(২য় পর্ব) ইমামতি হলো পৃথিবীর সব থেকে কঠিনতম চাকরি… ঘোড়াঘাটে ডাকাত দল পুলিশের গাড়ি থামিয়ে বিপাকে, দুই ডাকাত গ্রেপ্তার আপনাদের শেখ সাদী ও কিছু কথা…..(১ম পর্ব) প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে শাহিন আলমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টায় আদালত থেকে জামিন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। কলাপাড়ায় একটি খাল খননের অভাবে শতশত কৃষকের ভোগান্তি চরমে।। কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়কের সাথে বিজেপি নেতৃবৃন্দের সাক্ষাৎ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিলেন প্রধান উপদেষ্টা।

যাকাত বিষয়ে আলোচনা ।

  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৭ বার ভিউ

▬▬▬▬▬▬▬▬▬▬

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

যাকাত একদিকে যেমন আল্লাহর হক, অন্যদিকে তা বান্দারও হক। অথচ যত পার্সেন্ট মুসলিম নামায পড়ে, তারা সকলে যাকাত আদায় করে না। আবার যারা যাকাত দেয়, তারা সকলে সঠিকভাবে হিসাব করে দেয় না। তাই আমরা যাকাতের মাসআলা জেনে সঠিকভাবে যাকাত আদায়ের চেষ্টা করি।

◑ যাকাতযোগ্য সম্পদ পাঁচ ধরণের।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

১. স্বর্ণ-রুপা ২. টাকা-পয়সা ৩. ব্যবসায়িক পণ্য ৪. পশু-জন্তু
৫. উশরী জমি।

প্রথম প্রকারের ব্যাখ্যা:
স্বর্ণ-রুপা গয়না হোক বা না হোক, ব্যবহার হোক বা না হোক। সোনা-রুপার সামগ্রী, কাপড় বা লেইস ইত্যাদি।

দ্বিতীয় প্রকারের ব্যাখ্যা:
মৌলিক প্রয়োজন বাদে উদ্বৃত্ত টাকা নেসাব পরিমাণ হলে। চাই তা জমা থাকুক বা ব্যবসায় খাটানো হোক, ব্যাংকের ব্যক্তি মালিকানাধীন সকল প্রকার একাউন্ট। কারেন্ট, সেভিংস, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, লকার, লাইফ ইন্সুইরেন্স সহ সব ধরণের একাউন্ট, এফডিআর এবং সিকিউরিটি মানি, এডভান্সের টাকা (যা পরে ফেরত পাবে) ও প্রভিডেন্ট ফান্ড (যেটা বাধ্যতামূলক নয়), এমনকি হজ্ব, বাড়ি নির্মাণ ও বিয়ের জন্য জমা করা হলেও।

◑ বায়না নামার টাকার মালিক বিক্রেতা। তাই এগুলো বিক্রেতার মালিকানার সাথে হিসাব হবে এবং তার উপর উপর যাকাত আসবে।
◑ ঋণ বা বিক্রিত পণ্যের বকেয়া টাকার যাকাত ঋণদাতা ও বিক্রেতার উপর আসবে।
◑ স্বামীর কাছে পাওনা মোহরানা স্ত্রীর হস্তগত হওয়ার আগ পর্যন্ত তাতে যাকাত ফরয হয় না।
◑ পেনশনের টাকা হস্তগত হলে যাকাত দিতে হবে, যদিও উত্তলন না করা হয়।

তৃতীয় প্রকারের ব্যাখ্যা:
দোকান বা অন্য কোথাও রাখা ব্যবসায়িক পণ্য হিসেবে যা কিছুই থাকুক না কেন, যেমন ব্যবসার নিয়তে জমি বা ফ্ল্যাটের ন্যায় স্থাবর কোনোকিছু ক্রয় করলে অথবা মুদি সামগ্রী, কাপড়, স্বর্ণ-রুপা, গরু-ছাগল, গাড়ি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, বই বা ফার্ণিচারের ন্যায় অস্থাবর কোনোকিছু ক্রয় করলে।
◑ মিল/কারখানা, বিল্ডিং, ভাড়ার ফ্ল্যাট অথবা প্লটের উপর যাকাত না আসলেও উৎপাদিত পণ্য, কাঁচামাল ও আয়ের উপর যাকাত আসবে।

★ প্রশ্ন: ব্যবসায়িক পণ্যের মূল্য তো তিন ধরনের: খুচরা, পাইকারি, গড় মূল্য, তাহলে কোনটা দিবে?
উত্তর: পাইকারি মূল্য উত্তম, তবে গড় মূল্যও দিতে পারবে।
★ প্রশ্ন: মূল্য কোন দিনের ধরা হবে?
উত্তর: যাকাত আদায়ের দিনের।

যাকাত ফরয হওয়ার জন্য পাঁচ শর্ত।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
প্রথম শর্ত:
সুস্থ মস্তিষ্ক, বালেগ, মুসলিম হওয়া।

দ্বিতীয় শর্ত:
মৌলিক প্রয়োজন উদ্বৃত্ত নেসাবের মালিক হওয়া। অর্থাৎ নিত্যপ্রয়োজনের অতিরিক্ত যাকাতযোগ্য সম্পদ তথা স্বর্ণ-রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য ইত্যাদি নেসাব পরিমাণ থাকা।
আর মৌলিক প্রয়োজনের বস্তু দ্বারা উদ্দেশ্য হল, যা জীবনধারণকে সংকটময় করা থেকে নিরাপদ করে। যেমন: খাবার-দাবার, বসবাসের ঘর, ফ্রিজ, ব্যবহারের মোবাইল ও কম্পিউটার, সমরাস্ত্র, শীত ও গরম থেকে বাঁচার প্রয়োজনীয় পোশাক ইত্যাদি। অথবা সংশ্লিষ্ট পেশার হাতিয়ার বা আসবাবপত্র, বাহন-জন্তু, জ্ঞানী সমাজের প্রয়োজনীয় বই।

একথা স্বতসিদ্ধ যে, সবার প্রয়োজন এক পর্যায়ের হয় না। যেমন যে ব্যক্তি আলেম নয়, তার জন্য ইলমী কিতাব মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়। তেমনিভাবে, কারো নিকট মেহমান বেশি আসে। তাই অনেক বিছানাপত্র তার প্রয়োজনের অন্তর্ভুক্ত। কিন্তু অন্যের ক্ষেত্রে তা প্রয়োজনের অতিরিক্ত বিবেচিত হবে। মোটকথা, ঐসব আসবাবপত্র, যেগুলো কখনো ব্যবহারের সুযোগই আসে না বা আসলে বৎসরে দু’ এক বার, তা নিত্যপ্রয়োজনের অতিরিক্ত।

নেসাব।
▬▬▬
নেসাব হলো, সাড়ে সাত ভরি স্বর্ণ ও সাড়ে বায়ান্ন তোলা রূপা।
◑ টাকা-পয়সা ও ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে রূপার নেসাব তথা সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্য হিসাব করবে। যেমন রূপার তোলা যদি ১৫০০ টাকা হয়, তাহলে ৭৮ হাজার ৭৫০ টাকা নেসাব হবে।

◑ কিছু স্বর্ণ আর কিছু টাকা থাকলে সাড়ে বায়ান্ন তোলা রূপার সমতুল্য হলে যাকাত আসবে।
উল্লেখ্য, কিছু টাকা বলতে যা মাসিক প্রয়োজনের বেশি হবে। যেমন ৫ হাজার টাকা চেয়ে বেশি জমা থাকা।

তৃতীয় শর্ত:
সম্পদগুলোর উপর এক বছর অতিবাহিত হওয়া। তবে চাইলে অগ্রিম দিতে পারবে।
◑ বছরের শুরু ও শেষে নেসাব পূর্ণ থাকলে যাকাত দিতে হবে অর্থাৎ বছরের মাঝে ও শেষে যা যোগ হবে, সেগুলোর উপর বছর পূর্ণ হওয়া লাগবে না।

◑ বছরের হিসাব আরবি মাস এবং যে মাস থেকে মালিক হবে তখন থেকে শুরু ধরতে হবে, ইংরেজি মাস বা রমযান মাস থেকে শুরু নয়। আর যেদিন/তারিখ নেসাবের বছর পূর্ণ হবে, তখন থেকে ধরতে হবে।
উল্লেখ্য, অনেকে শুধু রমযানকে যাকাতের বছর মনে করেন, আবার এর জন্য কোন নির্দিষ্ট দিন বা তারিখ ঠিক করেন না। ফলে সঠিকভাবে পূর্ণাঙ্গ যাকাত আদায় হয় না। বরং কিছু যাকাত জিম্মায় থেকে যায়। তাই বছরের যেকোনো তারিখকে নির্দিষ্ট করতে হবে। এবং ঐদিন যত সম্পদের মালিক হবে, এগুলোর হিসাব করে যাকাত দিতে হবে।

চতুর্থ শর্ত:
নেসাবের ক্ষেত্রে সাধারণ ঋণ প্রতিবন্ধক না হওয়া।
ঋণ দুই প্রকার। ১. সাধারণ ঋণ, যা মোটামুটি স্বাচ্ছন্দে জীবনধারণের প্রয়োজনে করা হয়। ২. development ঋণ বা বড় লোকের ঋণ এবং স্ত্রীর মোহরানার ঋণ, যা সহসাই দেওয়ার ইচ্ছা নেই।
সাধারণ ঋণ যাকাতের ক্ষেত্রে প্রতিবন্ধক। অর্থাৎ যাকাতের হিসাবের ক্ষেত্রে এই প্রকার ঋণকে হিসাব করে মোট সম্পদ থেকে বিয়োগ করতে হবে।
আর ব্যাংক লোন/ডেভলপমেন্ট লোন প্রতিবন্ধক নয়। তবে চলতি বছরের আদায়যোগ্য লোন বিয়োগ করা যাবে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কোন বিজ্ঞ আলেমের থেকে জেনে নিবেন।

পঞ্চম শর্ত:
সম্পদ হালাল হতে হবে। কেননা হারাম সম্পদের উপর যাকাত আসে না। বরং তা মালিককে ফিরিয়ে দিতে হবে।
◑ হালাল ও হারাম সম্পদ মিশ্রিত থাকলে শুধু হালাল পরিমাণ সম্পদের উপর যাকাত আসবে।

যাকাত আদায় সহিহ হওয়ার জন্য এবং দায়মুক্ত হওয়ার জন্য শর্ত
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১. যাকাত প্রদানের সময় নিয়ত করা জরুরী। তবে পৃথক করে রাখলে নতুন করে করতে হবে না।
◑ যাকাতের টাকা আদায়ের আগে চুরি বা নষ্ট হলে পুনরায় দিতে হবে।

২. স্বামী-স্ত্রী পরস্পরকে যাকাত দিতে পারবে না। এভাবে বংশগতভাবে নিজের উপরের ও নিচের দিকের কাউকে দিতে পারবে না। যেমন মাতা-পিতা, দা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com