চরফ্যাশন উপজেলা প্রতিনিধি :
চরফ্যাশন উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।
চরফ্যাশন উপজেলা সাবেক মেয়ার আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ মিয়ার সভাপতিত্বে
১০মার্চ সোমবার বিকালে সাবেক সাংসদ আলহাজ্ব নাজিম উদ্দিন আলম সাহেবের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নাজিম উদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য (ভোলা-৪) ও ডাকসুর সাবেক এ.জি.এস। তিনি উপস্থিত সবার উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফসলের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। তিনি পিছন থেকে গাইডলাইন করার কারণে প্যাসিস্ট হাসিনা আজ দেশ ত্যাগে বাধ্য হয়েছে। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। অঙ্গ সংগঠনকে হুসারি করে বলেন কোন মাস্তানি বদমাশি করতে দেবনা। কোন নেতাকর্মী অপরাধ করলে দলের সিনিয়র নেতাদের জানাতে হবে। তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে।
এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বি এন পি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া তিনি দিকনির্দেশনামূলক আলোচনা করেন, যা উপস্থিত সবার মধ্যে উজ্জীবনী শক্তি জোগায়।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজীসহ চরফ্যাশন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
এ আয়োজন চরফ্যাশন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয়দের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
Leave a Reply