কুষ্টিয়ায় নতুন আঙ্গিকে দৈনিক স্বর্ণযুগ পত্রিকার পথচলা অফিস উদ্বোধন।কুষ্টিয়ার সুনাম ধন্য পত্রিকা দৈনিক স্বর্ণযুগ এর অফিস উদ্বোধনের মাধ্যমে নতুন আঙ্গিকে পথচলা শুরু হল।
শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৫ ঘটিকার সময় কুষ্টিয়া মজমপুর গেটের বনানী সিনেমা হলের গলিতে অবস্থিত পৌর মার্কেটের ২য় তলায় দৈনিক স্বর্ণযুগ পত্রিকার অফিস উদ্বোধন করা হয়েছে।
উক্ত অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী প্রেসক্লাব ও সাংবাদিক সংস্থা, কুষ্টিয়ার সভাপতি পারভেজ মাজমাদার। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন
মো: রিপন খন্দকার।
এছাড়াও প্রধান সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো: সোহেল খন্দকার।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে, জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম জাতীয় দৈনিক সময়ের অপরাধ চক্র পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার,উপস্থিত ছিলেন অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পরবর্তীতে এক ইফতার পার্টির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উত্তরোত্তর দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সাফল্য কামনা করেছেন।
Leave a Reply