1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবার। এশিউর গ্রুপঃ স্বপ্নের পথে শুধুই এগিয়ে চলা…….(২য় পর্ব) ইমামতি হলো পৃথিবীর সব থেকে কঠিনতম চাকরি… ঘোড়াঘাটে ডাকাত দল পুলিশের গাড়ি থামিয়ে বিপাকে, দুই ডাকাত গ্রেপ্তার আপনাদের শেখ সাদী ও কিছু কথা…..(১ম পর্ব) প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে শাহিন আলমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টায় আদালত থেকে জামিন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। কলাপাড়ায় একটি খাল খননের অভাবে শতশত কৃষকের ভোগান্তি চরমে।। কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়কের সাথে বিজেপি নেতৃবৃন্দের সাক্ষাৎ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিলেন প্রধান উপদেষ্টা।
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবার। এশিউর গ্রুপঃ স্বপ্নের পথে শুধুই এগিয়ে চলা…….(২য় পর্ব) ইমামতি হলো পৃথিবীর সব থেকে কঠিনতম চাকরি… ঘোড়াঘাটে ডাকাত দল পুলিশের গাড়ি থামিয়ে বিপাকে, দুই ডাকাত গ্রেপ্তার আপনাদের শেখ সাদী ও কিছু কথা…..(১ম পর্ব) প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে শাহিন আলমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টায় আদালত থেকে জামিন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। কলাপাড়ায় একটি খাল খননের অভাবে শতশত কৃষকের ভোগান্তি চরমে।। কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়কের সাথে বিজেপি নেতৃবৃন্দের সাক্ষাৎ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিলেন প্রধান উপদেষ্টা।

♦জীবন, পরিবর্তনের চিরন্তন গল্প” ♦👎

  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৪ বার ভিউ

 

সবাই বলে মানুষ পাল্টায় না, কিন্তু সত্যিই কি তাই? মানুষ তো নদীর স্রোতের মতো—বয়ে চলে প্রতিদিন নতুন নতুন বাঁকে,🏞 অজানা গতিপথ ধরে। এই পরিবর্তনই জীবনের শাশ্বত সত্য। আমি নিজেকে দেখেছি কতবার বদলাতে। ছোটবেলায় এক ভীতু, লাজুক শিশু ছিলাম। তখন অন্ধকারে যেতে ভয়, নতুন কারও সামনে কথা বলতে আতঙ্ক। অথচ, একটু বড় হতেই দেখলাম আত্মবিশ্বাসের আলোটা একটু একটু করে জ্বলে উঠছে।

নিজেকে খুঁজতে গিয়ে আমি কত পথ হেঁটেছি, কত ভাঙা-গড়ার মধ্য দিয়ে এগিয়েছি। প্রতিটি পরিস্থিতি আমাকে নতুন কিছু শিখিয়েছে। আজ যখন পেছনে ফিরে তাকাই, দেখি পুরনো সেই আমি আর আজকের আমির মধ্যে যেন আকাশ-পাতাল তফাৎ। তাই যদি কেউ বলে, “মানুষ পাল্টায় না,” আমি হেসে বলি, “মানুষ প্রতিনিয়ত পাল্টায়—সময় পাল্টায়, পরিস্থিতি পাল্টায়, আর পাল্টায় আমাদের দৃষ্টিভঙ্গি।”

আমি দেখেছি, পজিটিভ মনোভাব কেমন করে অন্ধকারকে আলোতে বদলে দেয়। জীবন অনেকটা কাঁচের জানালার মতো। যদি জানালায় ধুলো জমে যায়, তাহলে বাইরের আলোও ঝাপসা হয়ে যায়, চারপাশ অন্ধকার লাগে। কিন্তু যদি তুমি জানালাটা পরিষ্কার করো, দেখবে সেই একই আলো কতটা উজ্জ্বল হয়ে ভেতরে আসছে। পজিটিভিটি ঠিক সেভাবেই কাজ করে—তুমি যদি জীবনকে পরিষ্কার চোখে দেখতে শেখো, তাহলে আশেপাশের সবকিছুই সুন্দর মনে হবে। আর যদি নেগেটিভিটিতে ডুবে থাকো, জানালার সেই ধুলো জমতেই থাকবে, আর তোমার সামনে কেবল অন্ধকার থাকবে।

তবে এটাও সত্যি যে, জীবন এমন নয় যে তুমি শুধু পজিটিভ চিন্তা করলেই সব ঠিক হয়ে যাবে। অনেক সময় বাধা আসবে, বাধা আসবেই। মাঝে মাঝে এমন মনে হবে যেন সামনে বিশাল পাহাড়, থমকে গেছে তোমার পথ। তখন থেমে যাওয়াটাই তো সমাধান নয়! তুমি কি সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে থাকবে, নাকি পথ খুঁজে নেবে—সেটা তোমারই হাতে।

ধরো, তোমার সামনে এক হিংস্র বাঘ। একজন মোটিভেশনাল স্পিকার এসে যদি বলে, “ভয় পেও না, সোজা এগিয়ে যাও!” তুমি কি যাবে? নিশ্চয় না, কারণ সেটার পরিণতি ভয়ংকর। কিন্তু এর অর্থ এই নয় যে তুমি পিছিয়ে যাবে। তোমাকে খুঁজে নিতে হবে অন্য কোনো পথ—হয়তো বাঘটাকে পাশ কাটিয়ে, বা তাকে ঘুম পাড়িয়ে, অথবা এমন একটা কৌশল, যেটা তোমাকে নিরাপদে গন্তব্যে নিয়ে যাবে। এখানেই প্রয়োজন হয় পজিটিভিটির সঙ্গে বাস্তববুদ্ধির, যুক্তির।

আজ যদি তোমার ছোটবেলার তোমার সঙ্গে দেখা হয়, দেখবে তুমি কতটা বদলে গেছো!
CO*VID এর কথাই ভাবো না একবার—জীবনে কেমন করে সব বদলে দিল। তুমি, আমি, আমরা সবাই তো পাল্টে গেছি—হয়তো অনেকেই বুঝতে পারছি না। জীবনে আসা এই পরিবর্তনই আমাদের করে তোলে শক্তিশালী, পরিণত ও আত্মবিশ্বাসী।

তাই বলছি বন্ধু, পরিবর্তনকেই স্বাগত জানাও। পজিটিভিটিকে সঙ্গে নিয়ে, বাস্তবিকতা ও যুক্তির পথে পা বাড়াও। জীবন তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে, যেখানে তুমি পৌঁছাতে চেয়েছিলে। শুধু পজিটিভ ভাবলেই হবে না, তোমার ভাবনাকে কর্মের মাধ্যমে বাস্তবায়ন করো। তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

কারণ, জীবন একটাই। পাল্টানোর সাহসটা তোমারই হাতে—
আর জীবনও তখনই পাল্টাবে,
যখন তুমি নিজেকে পাল্টাবে। 🌿✨

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com