ভোলা জেলা প্রতিনিধি | ১৬ মার্চ ২০২৫
একজন পেশাদার সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক নিজেই। রবিবার (১৬ মার্চ) দুপুর ১২:২০ থেকে ১২:৩৫ পর্যন্ত তিনি আদালতে নিজেই বক্তব্য উপস্থাপন করেন এবং বিচারকের সামনে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন।
১ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমরা গণমাধ্যমকর্মীরা দেশের ও জনগণের স্বার্থে কাজ করি। কিন্তু যদি আমাদেরই নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ জনগণ কীভাবে নিরাপদ থাকবে?”
সাংবাদিকের এই বক্তব্যে উপস্থিত প্রায় ২৫-৩০ জন আইনজীবী একমত পোষণ করেন এবং সমর্থন জানান। এছাড়া, ৮-১০টি গণমাধ্যমের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন এবং আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং দ্রুত তাদের আদালতে হাজির করার নির্দেশ জারি করেন। আদালতে উপস্থিত সকলেই বিচারকের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভুক্তভোগী সাংবাদিক বলেন, “আমি সুবিচার প্রত্যাশা করি এবং আশা করি, হামলাকারীরা শাস্তির মুখোমুখি হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
এ ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।
Leave a Reply