মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়াতে জাতীয় নাগরিক পার্টির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে এই হামলাম ঘটনা ঘটে।
হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমান, কুষ্টিয়া জেলার নাগরিক পার্টির অন্যতম সদস্য সুলতান মারুফ তালহা, মুজাহিদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির অন্তত ১০জন নেতা-কর্মী আহত। এদের মধ্যে ৬ জন গুরুত্বর। আহদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুর রহমান জানান, কমিটির পদবঞ্চিতরা মূলত মদদ দাতা আয়াশ, সুমন, সেলিম, রাসেলসহ বাহিরে থেকে কিছু টুকাই পোলাপান অটোতে করে নিয়ে এসে এই হামলা চালিয়েছে। পুলিশের সামনেই এই হামলার ঘটনা ঘটেছে। প্রশাসনকে জানিয়েছি যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরাই পদক্ষেপ নিব।
Leave a Reply