মোহাম্মদ মিজান খান
হবিগঞ্জ জেলা সংবাদদাতা
ঢাকা -সিলেট মহাসড়কে পানিউমদা সুরমা ফিলিং স্টেশন সংলগ্ন সিয়ানা ইন্ডাস্ট্রি এর সামনে অবৈধভাবে বালু এবং পাথর রাখার কারণে মাগরিবের পর থেকে রাত বারোটা পর্যন্ত চারটি এক্সিডেন্ট হয়।এতে পাঁচজন আহত হয়েছেন। দুটি মোটর সাইকেল ও একটি সিএনজি এই।মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়। মোটরসাইকেল আরোহী দুইজনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয় এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরবর্তী চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানার এস আই আব্দুল সালাম,১৩নং পানিউমদা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোহাম্মদ সুসেল আহমেদ। পরে হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করেন ও কনটেকদার সুমনের সাথে যোগাযোগ করেন। আহতদের মধ্যে একজন হচ্ছেন পানিউমদা গ্রামের জাহিদ আহমেদ ও বড়চর গ্রামের উজ্জল মিয়া,আলামিন ও সিয়াম অজ্ঞাত একজন মহিলা। মহিলার অবস্থা আশঙ্কা জনক অজ্ঞাত মহিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ঠিকাদার সুমন এলাকার কিছু মানুষকে ঘুষ দিয়ে অবৈধভাবে পাথর ও বালি ঢাকা সিলেট হাইওয়ে সিয়েনা কোম্পানির সামনে রাখে। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা গুলো সংগঠিত হয়। এই অবৈধ বালু ও পাথর রাখার কারণে মর্মান্তিক দুর্ঘটনার ঘটে, যার প্রেক্ষিতে এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই অবৈধভাবে বালু- পাথর রাখার অনুমতি দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানিছে।
Leave a Reply