বিষয় ঃ অভিযোগ।
বাদী ঃ তাসলিমা বেগম (২১), পিতা-আবু তাহের, স্বামী-মোঃ মামুন, সাং-কালমা, ২নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা।
বিবাদী ঃ ১। মোঃ মমিন (৩২), পিতা-আঃ রব হাজী, ২। মোসাঃ জাহানারা (৫০), স্বামী-আঃ রব হাজী, ৩। মোসাঃ নাছিমা (৩৮), স্বামী-মোঃ আল আমিন, সর্ব সাং-রসুলপুর, ০৪নং ওার্ড, থানা- শশীভূষন, জেলা-ভোলা।
স্বাক্ষী ঃ ১। মোঃ মনির, পিতা-মোঃ সফিক মাষ্টার, ২। মোসাঃ আছমা বেগম, স্বামী-মোঃ ছবির, ৩। মোসাঃ আমেনা, স্বামী-আবু তাহের, সর্ব সাং-কালমা, ২নং ওয়ার্ড, পোঃ-ডাওরীহাট, ৪। মোঃ আফজাল হোসেন, পিতা-মৃত তোফাজ্জল হোসেন, সাং-লালমোহন পৌরসভা, ২নং ওয়ার্ড, সর্ব থানা লালমোহন, জেলা-ভোলা।
ঘটনার তারিখ ও সময় ঃ ইং-০৮/০১/২০২৫ তারিখ রাত অনুমান ৭.৪৫
ঘটনাস্থল ঃ বিবাদীদের বসত ঘর।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নি¤œ স্বাক্ষরকারী তাসলিমা বেগম (২১), পিতা-আবু তাহের, স্বামী-মোঃ মামুন, সাং-কালমা, ২নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা। এই মর্মে অভিযোগ করিতেছি যে, ১নং বিবাদী আমার দেবর, ২নং বিবাদী শাশুরী ও ৩নং বিবাদী ননদ হয়। বিগত ২২/০২/২০২৩ ইং তারিখ ২নং বিবাদীর পুত্রের সহিত আমার ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহের সময় বিবাদীগন আমার অভিভাবকদের নিকট যৌতুক বাবদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা দাবী করে। আমার পিতা না থাকায় আমার ভাই ও মা আমার স্বামীকে ১০ আনা ওজনের স্বর্নের চেইন, জামা কাপড় এবং আমার সাংসারিক মালামাল দিয়া আমাকে স্বামীর বাড়ীতে তুলিয়া দেয়। বিবাহের পর আমি ২নং বিবাদীর পুত্রের সাথে দাম্পত্য স্বত্ব শুরু করি। আমাদের দাম্পত্যকালীন সময় আমার গর্ভে ও ২নং বিবাদীর ছেলের ঔরষে একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে। যার নাম আবিদ বয়স ১৫ মাস। বিবাহের ০১ মাস পর ২নং বিবাদী আমার পিতার বাড়ী হইতে যৌতুক বাবদ তাহার পুত্রকে একটি মটর সাইকেল কিনে দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করে। আমার পিতা না থাকায় ভাইদের পক্ষে এত টাকা দিয়া মটর সাইকেল ক্রয় করা সম্ভব না বলিয়া আমার শাশুরীকে জানাইলে ২নং বিবাদী আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। আমি আমার শাশুরীর বিষয়টি ভাইদেরকে জানাইলে আমার ভাইরা ধারদেনা করিয়া আমার স্বামী মামুনকে ১ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে একটি মটর সাইকেল ক্রয় করিয়া দেয়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর ২নং বিবাদী আমার স্বামীকে বিদেশ পাঠানোর জন্য আমার নিকট যৌতুক বাবদ আরো ২ লক্ষ টাকা দাবী করে। আমি আমার ভাইদের নিকট হইতে ২নং বিবাদীকে দুই লক্ষ টাকা আনিয়া দিলে ২নং বিবাদী আমার টাকা দিয়া স্বামীকে বিদেশ পাঠায়। আামার স্বামী স্বামী বিদেশ যাওয়ার দুই মাস পর বিবাদীরা তাহাদের ঘর তৈরির জন্য আমার নিকট যৌতুক বাবদ আরো দুই লক্ষ টাকা দাবী করে। আমি আমার মা ও ভাইদের অসহায়ত্বের কথা বিবেচনা করিয়া বিবাদীদের দাবীকৃত টাকা পিতার বাড়ী হইতে আনিয়া দিতে অস্বীকার করলে বিবাদীরা আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। আমি বিবাদীগনের নির্যাতন সহ্য করতে না পেরে শশীভূষণ থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু প্রভাবশালীদের চাপে আমার অভিযোগটি বিবাদীরা ধামা চাপা দিয়ে আমার উপর আরো ভয়াবহ অত্যাচার শুরু করে। ঘটনার দিত গত ইং-০৮/০১/২০২৫ তারিখ রাত্র ৭.৪৫ ঘটিকার সময় বিবাদীগন আমার পিতার বাড়ী হইতে তাহাদের দাবীকৃত যৌতুকের দুই লক্ষ টাকা আনিয়া দিতে বলে। আমি বিবাদীদের দাবীকৃত যৌতুকের টাকা আনিয়া দিতে অস্বীকার করিলে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে লোহার রড দ্বারা আমার শরীরের বিভিন্ন স্থানে গরম ছ্যাকা দেয়। আমি অজ্ঞান হইয়া আমার স্বামীর ঘরে পড়ে গেলে বিবাদীরা আমাকে মৃত ভেবে তাহাদের ঘরে ফেলে রাখে। কিছুক্ষন পর আমার জ্ঞান ফিরলে আমি বিবাদীগনের বিষয়টি আমার মাতা ও ভাইদেরকে জানাইলে আমার মা ও ভাইরা পুলিশের সহায়য়তায় বিবাদীদের কবল হইতে আমাকে উদ্ধার করিয়া চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি চিকিৎসা গ্রহন করিয়া কিছুটা সুস্থ্য হইয়া বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (ক) (খ) ধারায় একটি মামলা দায়ের করি। আমার দায়েরকৃত মামলা বিজ্ঞ আদালত তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ প্রদান করলে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসানা বাপ্পী সরেজমিনে তদন্ত করিয়া বিবাদীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (ক) (গ) ধারায় বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন। বিবাদীগনের বিরুদ্ধে দায়েরকৃত প্রতিবেদনের কথা বিবাদীগন জানতে পারিয়া তাহাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলিয়া নিয়া যাওয়ার জন্য আমাকে প্রতিনিয়ত প্রান নাশ সহ আমাকে তালাক প্রদান করার হুমকি ধামকি দিয়ে আসিতেছে। বিবাদীগনের ভয়ে আমি আমার সন্তান নিয়া মানবেতরভাবে জীবন যাপন করছি। এমতাবস্থায় বিবাদীগনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন আমি যাহাতে বিবাদীদের বিরুদ্ধে ন্যায় বিচার পেতে পারি তাহার সু-ব্যবস্থা দানে আপনার একান্ত মর্জি কামনা করছি।
সংযুক্ত ঃ ঘটনার দিনের স্থির চিত্র।
বিনীত নিবেদক
(তাসলিমা বেগম)
মোবাঃ ০১৭৪৮০৭৬৯০৯
Leave a Reply