মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
বুধবার (১৯ মার্চ) সকালে সেনাবাহিনীর ০৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোন সদরে এ কার্যক্রম চালায় সেনাবাহিনী।
এ সময় মানবিক সহায়তা হিসেবে ঘর মেরামতের জন্য ১০টি পরিবারকে ঢেউটিন, সু-চিকিৎসার জন্য ০৮জন রোগীকে নগত অর্থ সহযোগিতা ও ০৩ শিক্ষার্থী ও ০৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নগত অর্থ সহায়তা বিতরণ করা হয়।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়নের অধীন দীঘিনালা সেনা জোন দরিদ্র শিক্ষার্থী, অসহায় ও দুস্থ পরিবার, রোগাক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থিক এ অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন ০৪ইস্ট বেঙ্গল দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি।
এ সময় অন্যদের মধ্যে দীঘিনালা সেনাজোনের উপ- অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, দীঘিনালা সেনা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, দীঘিনালা সেনানিবাসের আবাসিক চিকিৎসক (আরএমও) ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
Leave a Reply