সম্পাদকীয়। বাহাদুর চৌধুরী
ছাত্ররাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার চাইলে ছাত্ররাজনীতি নিয়ে একটা রোডম্যাফ করে দিতে পারে।গত ৭৭ বছরের ছাত্ররাজনীতি যদি বিশ্লেষণ করি তবে দেখতে পাব, ছাত্ররাজনীতি আমাদের কী দিয়েছে, আর ছাত্ররাজনীতির কারণে আমরা কী হারিয়েছি। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ–অভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবে সব জায়গায় সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন । বড় কোন আন্দোলন কিংবা বিপ্লব কোন দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনের ব্যানারে সফল হয়নি। দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বিকল্প হিসেবে ছাত্র সংসদ নির্বাচন বেস্ট অপশন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে জাতীয় নেতা তৈরি হবে কিভাবে ছাত্র রাজনীতি না থাকলে??
আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশগুলোতে কি নেতা তৈরি হয় না? সেখানেও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টুডেন্ট ইউনিয়ন বা ছাত্রসংসদ রয়েছে। কিন্তু আমেরিকায় বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে যেমন রিপাবলিকান বা ডেমোক্র্যাটদের লেজুড়বৃত্তি নেই, ইংল্যান্ডে ও তেমন লেবার পার্টি বা কনজারভেটিভ দলের লেজুড়বৃত্তি নেই।
সেসব দেশ তো পুরো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, তাহলে আমাদের সমস্যা কোথায়?
Leave a Reply