“
তুহিন দেওয়ান
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের উদ্যোগে ২৩ মার্চ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ডিআইও-১ সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply