বিজয় চৌধুরী ( ঢাকা সিটি প্রতিনিধি ) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের দেয়ালিকা “দ্যা ট্রিগার” এর প্রয়োজনীয় সংস্কার ও সংযোজনসহ পুনঃপ্রকাশ করা হয়।
সেনা শাখার ঐতিহ্যের প্রতীক ও এক্স ক্যাডেটদের প্রতি সম্মানার্থে এর নামকরণে পূর্বের নামই বহাল রাখা হয়েছে। এছাড়াও কন্টেন্ট বাছাইয়ে এক্স ক্যাডেটদের লেখা গুলোকে প্রাধান্য দিয়ে ৩০:৭০ অনুপাতে নতুন লেখা সংযোজন করা হয়।
দেয়ালিকা উদ্বোধনে উক্ত্দিন উপস্থিত ছিলেন মাননীয় আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন সৈয়দ তানভীর রহমান, সেনা শাখার পিইউও, সিইউও বৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স আর্মি ক্যাডেট এসোসিয়েশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সাবেক ও বর্তমান ক্যাডেটদের একাংশ।
Leave a Reply