মোঃ আল-আমীন চৌধুরী ( ঢাকা সিটি প্রতিনিধি )
ঢাকায় বিশ্বমানের হাসপাতাল হবে। চায়না দেবে ১৩৪ মিলিয়ন ডলার। বাট চায়নার এখানে ইনভেস্ট করে লাভটা কী? প্রথম লাভ হলো, খুব সম্ভবত ওরা এখানে ওদের টেকনোলজি আর ম্যানপাওয়ার এমপ্লয় করবে। আর ১০ টা চাইনিজ প্রজেক্ট এর মতোই। বাট এখানে একটা বিরাট রাজনৈতিক লাভ আছে।
বাংলাদেশে খুব ভালো হাসপাতাল হয়ে গেলে সবচে বড় মারাটা খাবে ভারত। সারা বছরে কয়েক হাজার কোটি টাকা ভারত পায় আমাদের হেলথ ট্যুরিজম থেকে। চায়না এখানে যত ভালো হাসপাতাল গড়ে দিতে পারবে, ভারতের গ্রিপ তত কমতে থাকবে। মাঝখান থেকে লাভ হবে বাংলাদেশের।
হাসিনা গত ১৫ বছর দেশটারে ভারতের কোলে তুলে এইসব লাভ থেকে বঞ্চিত করেছে। ইউনূসের পক্ষে সেই লাভগুলো আবারও ফিরাইয়া আনা সম্ভব। ছোট দেশ হিসেবে পরাশক্তিদের সাথে লড়তে যাওয়া আমাদের কাজ না। বরং এক পরাশক্তি ব্যবহার করে আরেক পরাশক্তিকে ইউজ করে দেশের উপকার করাটাই মেইন টার্গেট হওয়া উচিত। এবং এখন সেটাই হচ্ছে।
মাথার উপর ইলন মাস্কের স্টারলিঙ্ক। রেলে জাপানের টাকা। আর তিস্তা আর হেলথে চায়নার অর্থায়ন। ওদিকে ভারত পেয়াজের রপ্তানি শুল্ক কমাইছে তাও আমরা পেয়াজ নিচ্ছি না। মাটিওয়ালা কয়লা দিছিলো, ঐটাও ফেরত দিয়ে ভালো কয়লা দিতে বলে দিয়েছে। এমন পররাষ্ট্রনীতিই তো আমরা চাইছিলাম!!
Leave a Reply