মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে আকস্মিক আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ২৮ ব্যবস্যায়ীর পাশে দাড়িয়েছে জেলা বিএনপি।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মাঝে প্রায় দেড় মেট্রিকটন খাদ্যশস্য বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণ শেষে ওয়াদুদ ভূইয়া বলেন, ‘বোয়ালখালী বাজারে কদিন পর পর আগুন লাগার ঘটনা খুবই দুঃখজনক। সবাইকে আরো সজাগ থাকতে হবে। ব্যবসায়ীদের খুব শিগ্রই পরিকল্পিত ভাবে বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
এ সময় বাজারে পুকুরগুলো দখলবাজদের থেকে উদ্ধার করে জলাশয় নিমার্ণ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি সরকার বাজারটির উন্নয়নে ব্যাপক কাজ করেছে। সেই সময়ে বোয়ালখালী বাজার প্রতিষ্ঠা করে ০২টি পুকুর খননও করে দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামীলীগের সরকারের জুলুমবাজেরা বাজারটিকে দীর্ঘ ১৬ বছরে নিজেদের ভোগের রাজত্ব বানিয়েছে। পুকুরগুলো তাদের কাছ থেকে দখলমুক্ত করে বাজারের ব্যবসায়ীদের স্বার্থে পূনরায় জলাশয় নির্মাণকরতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক ও মেরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহাবুল আলম সবুজ , দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সহ- সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা— উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে দীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতি ব্যবসায়ীকে ৫০ কেজি করে চাল ও একটি করে লুঙ্গি উপহার হিসেবে বিতরণ করা হয়।
পরে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন খাগড়াছড়ির সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
Leave a Reply