মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যরো প্রধান।
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষ্যে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে স্বাধীনতা দিবসের কর্মসূচি। এরপর সকাল ৬ টা ১০ মিনিটে জেলার কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জেলার বধ্যভূমিগুলোতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জেলা শিল্পকলা একাডেমিতে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। এসময় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জেলার সকল দপ্তরের প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি দলের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
Leave a Reply