1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

ঈদুল ফিতরের তারিখ জানাল মিসর।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩৬ বার ভিউ

হাসান আহমেদ হৃদয়
লালমোহন উপজেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মিসর। দেশটির জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-পদার্থবিদ্যা গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি) জানিয়েছে, আগামী ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

বার্তাসংস্থা এপির বরাতে ইজিপ্টসিয়ান স্ট্রিটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আরব বিশ্বের বেশ কয়েকটি দেশের পূর্বাভাসের সঙ্গে মিসরের ঘোষিত তারিখের মিল রয়েছে। দেশটিতে আগামী ৩০ মার্চ রোববার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।এনআরআইএজি জানিয়েছে, শাওয়ালের চাঁদ ২৯ মার্চ কায়রোর স্থানীয় সময় দুপুর ১টায় জন্ম নেবে। এছাড়া এ চাঁদ সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট ধরে কায়রোতে দৃশ্যমান হবে। ফলে ৩০ মার্চ রোববারই ঈদুল ফিতরের প্রথম দিন হবে।

এনআরআইএজির এই ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে মিশর সরকার তিন দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। দেশটিতে আগামী ৩০ মার্চ থেকে শুরু হয়ে ১ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ঈদের ছুটি চলবে। সরকারি ও বেসরকারি খাত—সব ধরনের প্রতিষ্ঠান, ব্যাংক, স্কুল ও বিশ্ববিদ্যালয় এ ছুটির অন্তর্ভুক্ত হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এনআরআইএজি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তবে ঈদের সঠিক তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করে মিসরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ দারুল ইফতা। তারা রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের পর চাঁদ দেখার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। হিজরি চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে শেষ হয়, যা নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার ওপর নির্ভর করে।

মিসরে ঈদুল ফিতরের তিন দিনই সরকারি ছুটি হিসেবে গণ্য হয়, যেখানে সরকারি ও বেসরকারি কর্মচারীরা বেতনসহ ছুটি ভোগ করেন। যদিও দারুল ইফতার চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ চূড়ান্ত করে। তবে এনআরআইএজির জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জন্য পরিকল্পনায় সহায়ক হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com