হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি।
যশোরের কেশবপুরে আজ ১১ নং হাসানপুর ইউনিয়নে ও ৪ নং বিদ্যানন্দকাঠী ইউনিয়নে পথসভা করে ঈদ শূভেচ্ছা বিনিময় করেন কেশবপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, আজ কেশবপুর উপজেলার বিভিন্ন ঘুরে ঈদ শূভেচ্ছা বিনিময় করেন,এই সময় তার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির,দপ্তর সম্পাদক ফারুখ খান,উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান হিমেল,যুবদল নেতা তরিকুল, হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকদল সদস্য আবুল হোসেন সহ অনন্য নেতৃবৃন্দ।
তিনি কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের হাসানপুর বাজার,জিলতলা বাজার,আওলগাতী বাজার, সূড়ীঘাটা বাজার,বগা বাজারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে শূভেচ্ছা বিনিময় করেন।এই ঈদ শূভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পরিচালনা করেন হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন।
এছাড়া ৪নং বিদ্যানন্দকাঠি ইউনিয়নে ঈদ শূভেচ্ছা বিনিময় করেন,ভান্ডারখোলা, পরচক্রা বাজার,বাউশলা বাজার,জামালগন্জ বাজার পথসভা ও ঈদ শূভেচ্ছা বিনিময় করে অনুষ্ঠান সমপ্তী করা হয়।
ঈদ শূভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আবুল হোসেন আজাদ বলেন,তারেক রহমানের পক্ষ হতে আমি আপনাদের ঈদের শূভেচ্ছা দিতে এসেছি।এছাড়া তিনি আরও বলেন আগামীতে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের জন্য তিনি সকল তৃণমূলের নেতাকর্মীদের একতাবদ্ধভাবে কাজ করার জন্য তিনি অনুরোধ করেন।এছাড়া তারেক রহমানের ৩১ দফার ২৪,২৫,২৬,২৭নং দফা নিয়ে তিনি আলোচনা করেন।এখানে তিনি কৃষকের নিয়ে তারেক রহমানের চিন্তা ভাবনার কথা বলেন,দেশের মানুষের লন্ডনের উন্নত চিকিৎসা বাংলাদেশে কিভাবে প্রদান করা যায় সেটা নিয়ে আলোচনা করেন, এছাড়া শিক্ষাখাত নিয়ে তিনি আলোচনা করেন।এবং সকল নেতা কর্মীদের সাধারণ জনগণের মন জয় করার কথা বলেন তিনি।
Leave a Reply