মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
“খেলাই শক্তি খেলাই বল মাদক ছেড়ে খেলতে চল!” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা স্কুল কর্তৃক আয়োজিত এক্স স্টুডেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিজন-৬ , প্রতিবারের মতো এবারও এক্স স্টুডেন্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ৪ এপ্রিল) রাত সাড়ে ৮ ঘটিকার সময় কুষ্টিয়া জেলা স্কুল মাঠ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও পুরস্কার বিতরণ শেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ব্যাচ ১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই খেলায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টটি সিনিয়র ও জুনিয়র দুই গ্রুপে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন (সাবেক এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, ডাক্তার আব্দুল মান্নানসহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবি সুপার ডিলাক্স এর স্বত্বাধিকারী শিহাব উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ফুহাদ রেজা ফাহিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা যুবদল। বক্তারা তাদের বক্তব্যে বলেন কুষ্টিয়া জিলা স্কুল আমাদের প্রাণের বিদ্যাপীঠ। এই জিলা স্কুল থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি যা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হচ্ছে আমরা চাই না আমাদের এই প্রাণের বিদ্যাপীঠ কোন রকম কলঙ্কিত হোক। তাই প্রত্যেকটি টিমকে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে টুর্নামেন্ট টি সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। কুষ্টিয়ার ইতিহাসে শ্রেষ্ঠ ক্রিকেট টুর্নামেন্ট যেন কুষ্টিয়া জেলা স্কুলে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সকলে অঙ্গীকারবদ্ধ। আমরা টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং পরিশেষে সকল টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পরিশেষে হাজার হাজার দর্শক শ্রোতার মাঝে জমকালো ঈদ আনন্দ কনসার্ট অনুষ্ঠিত হয়।
Leave a Reply