উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম কুষ্টিয়া
কুষ্টিয়াবাসীর অনেকদিন স্বপ্ন আজ পূর্ণ হলো,দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল , দীর্ঘ প্রতীক্ষার পর স্বল্প পরিসরে রোগী ভর্তি শুরু হলো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ৭ই এপ্রিল ২০২৫ ইং সোমবার থেকে হাসপাতালে মেডিসিন ও শিশু বিভাগে ৯০ টি শয্যায় আবাসিক কার্যক্রম শুরু হয়েছে আজ বেলা ১১ টায় আনুষ্ঠানিক কার্যক্রম ছাড়াই আংশিক এ রোগী ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়, এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ রিজওয়ানুর রহমান,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আনোয়ারুল কবীর,কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply