ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
রাত পোহালেই সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর দিনাজপুরে শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানরে পরীক্ষায় ২ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি ও ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ২৭০ জন, রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৬৩৫ জন, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৭৪ জন, রামেশ্বর দারুল হুদা ফাজিল মাদ্রাসা দাখিল কেন্দ্রে ৩৮৭ জন ও এসএসসি ভোকেশনাল নুরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৯ জন।
এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সকল প্রকার প্রস্তুতি ইতি মধ্যে নেয়া হয়েছে। উপজেলার ৫টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Leave a Reply