মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।
শম্ভুপুর ইউনিয়নে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিশ দুই জনকে আটক করেন। আটককৃত দুইজন থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত বিষয় প্রকৃয়াধীন রয়েছে।
সুত্রে জানা গেছে, শম্ভুপুর ইউনিয়নের শিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে নকল সরবরাহ করার সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা দুই দূষ্কৃতিকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন, মোঃ হাসান (২৮) ও মোঃ শিহাব (২৩)।
কেন্দ্র সচিব রিটন চন্দ্র দে এর কাছে জানতে চাইলে বলেন, কেন্দ্রের পিছনে ২শ গজের বাহিরে একটি বাসায় নকল প্রস্তুত করার সময় পুলিশ দুইজনকে আটক করেন। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি পরীক্ষা কেন্দ্রে চলে আসি। আটককৃতদের পুলিশ থানায় নিয়ে গেছে শুনেছি।
এ বিষয়ে জানতে চাইলে, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহব্বত আলী খাঁন বলেন, এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে অসৎ উপায় অবলম্ব করে নকল সরবরাহ করার সময় কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা দুই দূষ্কৃতিকারীকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply