মো.নাছির উদ্দিন
দীঘিনালা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া‘র নির্দেশনা ও কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা বিএনপি ও ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এসএসসি পরিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি, কলম, ওরস্যালাইন ও টিস্যু বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টা উপজেলা ৫টি ইউনিয়নের ০৬টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও ছাত্রদলের উপজেলা শাখা, কলেজ শাখা, ইউনিয়নসহ ওয়ার্ড শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সময় ছাত্রদলের মানবিক কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ সামসু রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব কাজী শাহীন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম বলেন, ‘বিএনপি সবসময় মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে, তার অংশ হিসেবে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া’র নির্দেশনায় দীঘিনালা উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন ছাত্রদল এই মানবিক কার্যক্রম পরিচালনা করছে। বিএনপির পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা মূলক কার্যক্রম সবসময় চলমান থাকবে।’
Leave a Reply